কর্মক্ষেত্র নিয়ে ইংরেজিতে একটা কথা আছে– ‘অফিস স্ট্রেস’। অফিসে দায়িত্বপালনের সময় কর্মীর ওপর যে মানসিক চাপ ও একঘেঁয়েমি চলে আসে, সেটিকেই সহজ অর্থে বলা হচ্ছে ‘অফিস স্ট্রেস’।

রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক কার্যালয়ে এমন একটি অফিস আছে, যেখান কর্মীদের এই স্ট্রেস নিরসনে আছে গান গাওয়ার ব্যবস্থা।

 

সম্প্রতি সরেজমিনে হাইটেক পার্কের বিভিন্ন ফ্লোরে অবস্থিত আইটি স্টার্টাপ এবং প্রতিষ্ঠানগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়। পরিদর্শনকালে ফ্লিট বাংলাদেশ নামের একটি আইটি প্রতিষ্ঠানের ফ্লোরে হঠাৎ করেই ভেসে আসে মিনারের ‘সাদা রঙের স্বপ্নগুলো’ গানটি।

অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ফ্লিট বাংলাদেশেরই এক কর্মকর্তা গিটার হাতে গান গাইছেন। পরনে ব্লেজার, ফরমাল শার্ট-প্যান্ট আর টাই। এর মধ্যেই সুরেলা গলায় গান গাইছেন এলান নরকেক নামের ঐ কর্মকর্তা।

Read the full article here – https://www.banglanews24.com/national/news/bd/829989.details

Leave A Comment