দেড় দশকের পরিশ্রমে এই খাতে নিজের শক্ত অবস্থান বানিয়ে নিয়েছেন রাজশাহীর খাইরুল আলম। এক সময় বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে তৈরি তরে নেওয়া এই তরুণের সম্ভবত সবচেয়ে বড় পেশাদারী পরিচয় তিনি ‘ফ্লিট বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী। আন্তর্জাতিক অঙ্গনে অ্যামাজন, ইবে এবং ওয়ালমার্টের মতো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার পাশাপাশি নিজস্ব সাবস্ক্রিপশনভিত্তিক সফটওয়্যার সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

খাইরুল আলমের সঙ্গে আলাপচারিতা হলো রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে অবস্থিত ফ্লিট বাংলাদেশ-এর কার্যালয়ে। সে আলাপেই কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পাঁচশ থেকে বাড়িয়ে দুই হাজারে নেওয়ার পরিকল্পনার কথা জানালেন খাইরুল।

প্রতি মাসেই পঞ্চাশ থেকে একশ’ কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানালেন তিনি, অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিলেও কাজের দক্ষতা বিবেচনায় পরবর্তীতে তাদের স্থায়ী নিয়োগ দেবে তার প্রতিষ্ঠান।

Read the full article here https://bangla.bdnews24.com/tech/article2013125.bdnews

Leave A Comment